• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গৌরনদীতে মাহিন্দ্রা-যাত্রীবাহি সংঘর্ষ আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের গেরনদী উপজেলার আশোকাঠি বাসষ্ট্যান্ডে বরিশাল থেকে ঢাকা গামী মেঘনা পরিবহনের সাথে থ্রি হুইলার (মাহিন্দ্রা) সাথে মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গৌরনদীতে মাহিন্দ্রা-যাত্রীবাহি সংঘর্ষ আহত ১৫

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসষ্ট্যান্ডে মেঘনা পরিবহনের সাথে থ্রি হুইলার (মাহিন্দ্রা) সাথে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী জানান মেঘনা পরিবহনের বাসটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও যাত্রীবাহি বাসের সম্মুখভাগ দুমড়ে মুচরে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আতিয়ার রহমান শেখ জানান, যাত্রীবাহি বাসটি মহসড়কের উপর আড়াআড়ি হয়ে পড়ায় মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পরে। দুই ঘন্টা পর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগীতায় বাসটি অপসারন করা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads