• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
মতলবে মাছ রক্ষায় ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে নিহত এক

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক

প্রতীকী ছবি

সারা দেশ

মতলবে মাছ রক্ষায় ব্যবহৃত বিদ্যুতের তারে জড়িয়ে নিহত এক

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০১৮

মতলব উত্তরের গজরা ইউনিয়নে পুকুরের মাছ রক্ষার জন্য অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে মোফাজ্জল হোসেন (৫০) নামে এক দিন মজুর নিহত হয়েছে। তাকে বাঁচানো চেষ্টাকালে আরো ২ নারী বিদ্যুতপৃষ্ট হয়ে মারত্মকভাবে আহত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের কৃষ্ণপুর নয়াকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষ্ণপুর নয়াকান্দি গ্রামের আমিনুল ইসলাম সরকারের পুকুরে কচুরীপানা পরিস্কার করতে শুক্রবার সকাল ১১টায় দিকে মৃত. ওয়াজউদ্দিন মৃধার ছেলে মোফাজ্জল হোসেন গেলে পুকুর পাড়ে জিআই তারে বিদ্যুত সংযোগ থাকা তারে হাত জড়িয়ে পড়ে, সাথে সাথে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। পুকুর পাড়ে মোফাজ্জল পড়ে থাকতে দেখে একই বাড়ির জমির মৃধার স্ত্রী খালেদা বেগম ও মানিক মৃধার স্ত্রী লাইজু বেগম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তারাও বিদ্যুৎপৃষ্ট হয়। এর মধ্যে খালেদা বেগম গুরুতর আহত হলে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে গরুতর আহত খালেদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

নিহত মোফাজ্জল হোসেনের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, আমিনুল ইসলাম পুকুরের পাড়ে জিআই তারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখার ফলে আমার ভাই সেই তারে জড়িয়ে মারা যায়। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads