• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮

কচুয়ায় এম.এ খালেক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন: মহীউদ্দীন খান আলমগীর

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০১৮

সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। শুক্রবার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপুর এম.এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের  বিদ্যমান একাডেমিক ভবনের উপরে ৪র্থ তলার উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, কষ্টার্জিত স্বাধীনতার সুফল পেতে সংবিধানকে সমুন্নত রাখতে হবে। আওয়া মীলীগ সরকার সংবিধান সমুন্নত রাখতে বদ্ধ পরিকর। আগামী ২৭/২৮ ডিসেম্বর সংবিধান অনুসরণ করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার কোনো ব্যত্যয় ঘটবে না। যারা সংবিধান পরিবর্তন করে নিজেদের আখের গুছাতে চায় তাদের ভূমিকা সম্পর্কে জনগণ সচেতন থাকতে হবে।

উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের বন্ধু হিসেবে কচুয়াকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এ উপজেলাকে দেশের একটি অন্যতম মডেল উপজেলায় রূপান্তর করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

অভিভাবক সমাবেশে কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান অ্যাড. হেলাল উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads