• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পাঁচ জেলার সিভিল সার্জন অফিসে দুদকের হানা

লোগো দুর্নীতি দমন কমিশনের (দুদক)

সারা দেশ

অনৈতিকভাবে অর্থ না দেওয়ার নির্দেশ

পাঁচ জেলার সিভিল সার্জন অফিসে দুদকের হানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

বিভিন্ন জেলার সিভিল সার্জন অফিসে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। গতকাল রোববার দুদকের পৃথক টিম এসব অফিসে আকস্মিক উপস্থিত হয়। জেলাগুলো হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া। কাউকে গ্রেফতার কিংবা কোনো আলামত জব্দ না করলেও দুদক এটিকে ‘অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি জেলার সিভিল সার্জন অফিসে একযোগে ‘অভিযান’ চালিয়েছে দুদক। দুদকের হটলাইন ১০৬ নম্বরে এ-সংক্রান্ত অভিযোগ এলে মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী ৫টি টিম গঠন করে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট টিম নোয়াখালী, কুমিল্লা, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড় অফিসে ‘অভিযান’ চালায়। এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এসব অফিসে উপস্থিত বিদেশগামী ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং কোনোভাবেই অনৈতিকভাবে অর্থ না দেওয়ার নির্দেশ দেন। এসব অফিসে কর্মরত সিভিল সার্জনরা দুদক টিমকে আশ্বাস দেন, অনৈতিক অর্থ আদায় তৎপরতা বন্ধ করা হবে। শ্রমিকদের বিনা হয়রানিতে স্বাস্থ্যগত ছাড়পত্র দেওয়া হবে। স্থানীয় মানুষ দুদকের এ উপস্থিতি ও অভিযানকে স্বাগত জানান। দুদক এভাবে নিয়মিত পর্যবেক্ষণে এলে এ দুর্নীতি দূর হবে বলেও অভিমত জানান তারা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গতকাল সব কয়টি অফিসে শতাধিক বিদেশগামী ব্যক্তি দুর্নীতিমুক্তভাবে ছাড়পত্র পেয়েছেন। এ অভিযানের পর দুদক এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সিভিল সার্জন অফিসকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। অনৈতিক অর্থ প্রদান বন্ধে প্রয়োজনে দুদক ট্র্যাপ অভিযান চালাবে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads