• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
হবিগঞ্জের অজ্ঞাত যুবতীর হাজীগঞ্জে মৃত্যু

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত কিশোরীর মরদেহ

ছবি-বাংলাদেশের খবর

সারা দেশ

হবিগঞ্জের অজ্ঞাত যুবতীর হাজীগঞ্জে মৃত্যু

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিকানাবিহীণ হবিগঞ্জের অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় ওই যুবতীর মৃত্যু হয়। এর পূর্বে দুপর ২টা ৫০ মিনিটে হাসাপাতালের খাতায় রোকসানা, পিতা অহিদুল ইসলাম ওরফে অহিদ সিলেটের হবিগঞ্জের ঠিকানায় মাথা ব্যথা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়। তবে রোকসানা তার গ্রামের বাড়ির নামসহ বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি রাত ৮টা ৫০ মিনিটে মারা যায়।

নিহতের সাথে ১০০ টাকা, টাপনিল ও জয়ট্রিপ নামের ঔষুধ এবং কাগজে লেখা একটি মোবাইল নম্বর পাওয়া যায়। যদিও মোবাইল নম্বরের শেষ সংখ্যাটি অস্পষ্ট। এদিকে স্থানীয়রা জানান সিলেট থেকে চাঁদপুরগামী সততা বাস থেকে মেয়েটিকে নামিয়ে দেয়া হয়েছে। হাসপাতালের সম্মুখে অটোচালকরা জানায়, সততা বাস থেকে হাসপাতালের সম্মুখে মেয়েটিকে কোন রকম ফেলে দিয়ে বাসটি দ্রুত স্থান ত্যাগ করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. আনিছুর রহমান জানান, মাথা ব্যাথা নিয়ে মেয়েটি হাসপাতালে ভর্তি হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করি। রাত ৮টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা যায়। এরপর থানায় তথ্য জানানো হয়।

থানা উপ-পরিদর্শক (এসআই) সামছুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই হাসপাতালে যাই এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহত রোকসানার মৃত্যুদেহ সোমবার (২৪ সেপ্টেম্বর) চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads