• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সাভারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

সংরক্ষিত ছবি

সারা দেশ

সাভারে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  • সাভার প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

সাভারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশাদুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

সোমবার ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-২ এর এএসপি সাইফুল মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ জানান, সোমবার ভোরে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করলে আশাদুল নামের ওই মাদক ব্যবসায়ী নিহত হন।

এসময় র‌্যাবের দুই সদস্য সিরাজ ও শফিক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads