• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সীমান্তে বিএসএফের গুলিতে আহত ভারতীয় নাগরিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ ম্যাপ

সারা দেশ

সীমান্তে বিএসএফের গুলিতে আহত ভারতীয় নাগরিকের মৃত্যু

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভারতের মুর্শিদাবাদ জেলার বৈষ্ণবনগর উপজেলার পাওদেওনাপুরের মো. জোহাক কমার ছেলে মতিউর রহমান (৩৫) গত বৃহস্পতিবার গুলিবিদ্ধ হন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার জানান, মতিউরের লাশ হস্তান্তরে গতকাল মঙ্গলবার ৩৬ ব্যাটালিয়ন শিবগঞ্জ উপজেলার শিংনগর বিওপি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দৌলতপুর ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক হয়। উভয় দেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ ভারতীয় পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। এ সময় মাসুদপুর বিওপির একটি প্রতিনিধিদল ও দৌলতপুর ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাসুদপুর সীমান্তের ওপারে ভারতের শোভাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা কয়েকজন গরুর রাখাল ও আহতদের লক্ষ্য করে গুলি চালালে মতিউর গুলিবিদ্ধ হন। তিনি দৌড়ে মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস-এর কাছে বাংলাদেশের ৪০০ গজ ভেতরে চলে এলে স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads