• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে বিষপানে দুই সন্তানের জননীর আত্মহত্যা

বিষপানে আত্মহত্যা

প্রতীকী ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে বিষপানে দুই সন্তানের জননীর আত্মহত্যা

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার সকালে বিষপানে আছমা বেগম(৩০) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। তিনি নোয়াখালীর সদর উপজেলার পূর্ব শোলপিয়া এলাকার মহিন উদ্দিনের স্ত্রী। আছমা স্বামীসহ চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামে ভাড়া বাসায় থেকে পাশ্ববর্তী ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মঙ্গলবার রাতে ঝগড়া হয়। এতে অভিমান করে বুধবার সকাল ৯টার দিকে আছমা সবার অগোচরে বিষপান করে। অবস্থা বুঝতে পেরে স্বামীসহ আশ-পাশের লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই রেজাউল করিম জানান, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads