• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ভাঙনের কবলে খুলনা নদীবন্দর

জোয়ারের পানির চাপে ভাঙছে খুলনা নদীবন্দর

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভাঙনের কবলে খুলনা নদীবন্দর

  • এ কে হিরু, খুলনা
  • প্রকাশিত ০৫ অক্টোবর ২০১৮

ভাঙনের কবলে পড়েছে খুলনা নদীবন্দর। এরই মধ্যে ভেঙে গেছে বন্দরের ৫ নম্বর ঘাটের ১২৫ ফুট গার্ডার ও সাইড ওয়াল। প্রতিদিন জোয়ারের পানির চাপে বাড়ছে ভাঙনের পরিমাণ। দ্রুত মেরামত করা না হলে বন্ধ হয়ে যেতে পারে জাহাজে মালামাল ওঠানামার কাজ। খুলনা নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদের তীরে ষাটের দশকে গড়ে ওঠে খুলনা নদীবন্দর। ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় পণ্য পাঠিয়ে থাকেন। প্রতি মাসে এই ঘাটে নোঙর করে গড়ে ৬ থেকে ৭শ জাহজ। ভাঙনের হাত থেকে রক্ষার জন্য ৫ ও ৬ নম্বর ঘাট এলাকার ২ হাজার ২০০ মিটারের বেশি স্থানে গার্ডার তৈরি করা হয় কনক্রিটের ঢালাই ও লোহার পাত দিয়ে। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ৫ নম্বর ঘাটের গার্ডার ও সাইড ওয়াল ভেঙে গেছে। ঘাটে কর্মরত শ্রমিকরা বলেন, ঘাট ভাঙার কারণে আগের মতো জাহাজ ভিড়তে পারে না। এতে অনেক শ্রমিককে কাজ না পেয়ে দিনের পর দিন বসে থাকতে হচ্ছে। ঘাট ইজারাদার চৌধুরী মিনহাজ উজ জামান সজল জানান, ভাঙনের বিষয়টি নৌবন্দর কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে বার বার জানানো হয়েছে। দিনে দিনে ভাঙনের ব্যাপ্তি যেমন বাড়ছে, তেমনি ঘাটে নোঙর করা জাহাজের সংখ্যা কমছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা।

খুলনা অঞ্চলের নদীবন্দরের নির্বাহী প্রকৌশলী মো. নজিবুল হক খান বলেন, ৫ নম্বর ঘাটের গার্ডার ও সাইড ওয়াল অনেক বছর আগের তৈরি। ইতোমধ্যে তার টেম্পার হারিয়েছে। এর ফলে অনেক স্থানই ফাঁকা হয়ে গেছে। অনেক স্থানে ফাটল ধরেছে। কিছু অংশ ভেঙেও গেছে। এটি মেরামত করার জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। অতিসত্বর কার্যাদেশ দেওয়া হবে বলে আশা করছেন বলেও জানান তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads