• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মাধবদী পৌরসভা ও ইউপির নাম সংশোধন হয়নি

সংগৃহীত ছবি

সারা দেশ

মাধবদী পৌরসভা ও ইউপির নাম সংশোধন হয়নি

  • মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

অনেক চড়াই-উতরাই পেরিয়ে ২০১৬ সালের জুন মাসে নতুন থানা হিসেবে স্বীকৃতি পায় মাধবদী। একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে মাধবদী থানার কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে থানা হিসেবে মাধবদীর নাম সংযোজন করা হয়। প্রশাসনিক নির্দেশনা থাকা সত্ত্বেও মাধবদী পৌরসভা, মহিষাশুড়া ইউপি, কাঁঠালিয়া ইউপি ও চরদিঘলদী ইউপির কাগজপত্রে নাম সংযোজন না করেই ওইসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পুরনো ঠিকানাই ব্যবহার করছে। ফলে ঠিকানা নিয়ে ভোগান্তিতে পড়ছে মাধবদী থানাবাসী।

প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পরও পুরনো কাঠামোতে জন্মনিবন্ধন, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্রে মাধবদী থানার নাম সংযোজন না করেই কাজ চালানোয় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। পাসপোর্ট, ভিসা ও ভোটার আইডি কার্ডসহ নানা সরকারি কাজ করতে গিয়ে এ নিয়ে বিপাকে পড়তে হয় ইউনিয়ন ও পৌরবাসীকে। স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, যথাযথ কর্তৃপক্ষের কাঠামোগত সংশোধিত কাগজপত্র হাতে পেলে নাগরিকদের সে মোতাবেক সেবা দেওয়া হবে। এদিকে মাধবদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানিয়েছেন বিষয়টি সংশোধনের জন্য পৌরসভা ও ইউপি চেয়ারম্যানদের কাছে শিগগিরই চিঠি পাঠানো হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads