• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পার্বতীপুরে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

প্রতীকী ছবি

সারা দেশ

পার্বতীপুরে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

  • পার্বতীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৮

দিনাজপুরের পার্বতীপুর খোলাহাটি রেলবাজারে রহমানিয়া ফার্মেসিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (৩২) নামে একজন ভুয়া চিকিৎসককে রোগী দেখার সময় হাতেনাতে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

শহিদুল ইসলামের বাড়ী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধোপাকল বালাপাড়া গ্রামে। তার বাবার আবদুল মান্নান সিকান্দার।

গতকাল শুক্রবার রাত ৮টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) রেহানুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানুল হক জানান, আটক শহিদুল ইসলাম একজন ডিপ্লোমাধারী পল্লী চিকিৎসক। কিন্তু নিজেকে বড় চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। মিথ্যা পরিচয়ে জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন র‌্যাব-১৩ সদস্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads