• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

সারা দেশ

খুঁড়িয়ে চলছে টাঙ্গাইলের সরকারি স্বাস্থ্যসেবা

  • মোস্তফা কামাল নান্নু, টাঙ্গাইল
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

নাজুক অবস্থায় কোনো রকমে খুঁড়িয়ে চলছে টাঙ্গাইলের সরকারি চিকিৎসাসেবা। ১২টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স-কর্মচারী নেই। ওষুধ সরবরাহ না থাকার মতোই। ওটি আছে, ডাক্তার নেই। কোনো কোনো হাসপাতালে ওটি, ইনডোর দুটোই নেই। কোথাও ডাক্তার থাকলেও উপস্থিতি নেই। ভালো চিকিৎসকরা প্রেষণে বিভিন্ন মেডিকেল কলেজে কাজ করছেন। কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্র চলছে শুধু উপকমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা না পেয়ে রোগীরা ছুটছে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের দিকে। এই  সুযোগে ক্লিনিক মালিকরা হচ্ছেন আঙুল ফুলে কলাগাছ, আর সাধারণ মানুষ নিঃস্ব ও প্রতারিত।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সখিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোয় ২৭ জন বিভিন্ন স্তরের ডাক্তারের পদ আছে, কিন্তু কর্মরত আছেন ১৭ জন। এর মধ্যে আবার প্রেষণে আছেন ৪ জন। অনুপস্থিত দুজন। অর্থাৎ ১২ জন ডাক্তার দিয়েই চলছে ইউনিয়ন থেকে শুরু করে পুরো উপজেলার স্বাস্থ্যসেবা। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ওটি থাকলেও নেই কোনো সার্জন।

এমনভাবেই দেলদুয়ারে পদ আছে ১৮টি; উপস্থিত ১৪ জন, প্রেষণে ৫ জন। মধুপুরে পদ ২৭টি; উপস্থিত  ১০ জন, তার মধ্যে ২ জন প্রেষণে। ভূঞাপুরে ২৭ পদের মধ্যে উপস্থিত ১৭ জন, প্রেষণে ৭ জন। নাগরপুরে ২০ পদের মধ্যে ১১ জন উপস্থিত, ১ জন প্রেষণে। মির্জাপুর ২৩টির মধ্যে আছেন ২০ জন, এর মধ্যে ৫ জন প্রেষণে। কালিহাতীতে ৩৩টির মধ্যে ১৮ জন, তার মধ্যে ১ জন প্রেষণে। ঘাটাইলে ৩২টির মধ্যে ১১ জন কর্মরত, ১ জন প্রেষণে। ধনবাড়ীতে ১৫টির মধ্যে উপস্থিত ১০ জন, ১ জন প্রেষণে। গোপালপুরে পদ আছে ১৯টি, উপস্থিত ১৭, অনুপস্থিত ২ জন। বাসাইলে ২৬টির মধ্যে আছেন ১৪ জন, তার মধ্যে প্রেষনেই ৮ ডাক্তার। টাঙ্গাইল সদর হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী চিকিৎসা নিতে আসেন। সেখানেও রয়েছে ডাক্তার ও নার্স স্বল্পতা।

সিভিল সার্জন ডা. মো. শরীফ হোসেন খান বলেন, এ জেলায় চিকিৎসক ও নার্সের ব্যাপক স্বল্পতা রয়েছে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। রোগীদের চাপে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া যে পরিমাণ মেডিসিন সাপ্লাই আসে, তাতে মাসে দুই দিনের বেশি চালানো সম্ভব নয়। এ পরিস্থিতিতে সরকারের তৃনমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার প্রচেষ্টা কতটুকু সফলতা পাচ্ছে, সে প্রশ্ন টাঙ্গাইলবাসীর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads