• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সাতক্ষীরায় বাস খাদে পড়ে আহত ১০

সাতক্ষীরার মানচিত্র

ছবি: গুগল ম্যাপ

সারা দেশ

সাতক্ষীরায় বাস খাদে পড়ে আহত ১০

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

সাতক্ষীরায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিসিক শিল্পনগরীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তালা উপজেলার জালালপুরের হাতেম আলীর মেয়ে নাজমা খাতুন (৫৫) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত রাখা চন্দ্র সাহার ছেলে সমীর সাহা (৪৫) কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত যাত্রীরা জানিয়েছেন, খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস চুকনগরে পৌঁছালে বাসের চালক হেলপারের হাতে বাস দিয়ে নেমে যান। হেলপার বাসটি চালিয়ে সাতক্ষীরায় নিয়ে আসছিলেন। বাসটি বিসিক শিল্পনগরীর কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, খবর পেয়ে তার নেতৃত্বে কয়েকজন সদস্য ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads