• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দৃশ্যমান উন্নয়নকাজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন

দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার খুলনা বিভিগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বাংলাদেশের খবরের প্রতিনিধি সম্মেলনে খুলনার মেয়র

দৃশ্যমান উন্নয়নকাজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন

  • এ কে হিরু, খুলনা ব্যুরো
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

খুলনা সিটি করপোরেশনের মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আবদুল খালেক মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। ২১ বছরে পরিকল্পিতভাবে স্বাধীনতার চেতনা, মূল্যবোধ ও প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে বলতে পারে না। ইতিহাস সম্পর্কে শিক্ষকরাও অনেক কিছু বলতে পারেন না। এ ছাড়া দীর্ঘ সময় ধরে অনেক পত্রিকা স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরেনি। ফলে দেশ ও জাতি বার বার পিছিয়ে পড়েছে। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। আর এ জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। ‘বাংলাদেশের খবর’ পত্রিকার খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর ইলাক্স কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন ‘বাংলাদেশের খবর’ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া।

তালুকদার আবদুল খালেক সাংবাদিকদের উদ্দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চল একসময় অবহেলিত ছিল। বৈষম্যের কারণে এ অঞ্চলে উন্নয়ন হতো না। ফলে এ অঞ্চলের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। শেখ হাসিনার সরকারের শাসনামলে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপসা সেতু, খুলনা আধুনিক রেলস্টেশন, বিমানবন্দর, মৃত মোংলা বন্দরের আধুনিকায়ন করে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি, সেতুসহ খুলনা-মোংলা রেললাইন নির্মাণ, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ, অর্থনৈতিক জোন এখন দৃশ্যমান।

তিনি বলেন, খুলনায় খুব শিগগিরই গ্যাস আসবে। প্রথমে এ গ্যাস নিউজপ্রিন্ট মিলে বাস্তবায়ন হতে যাওয়া ৮৪০ এবং গোয়ালপাড়ায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হবে। বর্তমান সরকার এ পর্যন্ত দেশে ১২৭টি পাওয়ার প্লান্ট স্থাপন করেছে। কাজেই উন্নয়নে এ সরকার রোল মডেল। ধারাবাহিকতা না থাকলে উন্নয়ন সাধিত হয় না। সবার পক্ষে উন্নয়ন করা সম্ভব হয় না। সে কারণে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনার সরকারকে আরেকবার ক্ষমতায় আনতে হবে। তিনি সত্যটাকে সত্যি হিসেবে প্রকাশ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। উদ্বোধনকালে তিনি ‘বাংলাদেশের খবর’-এর অগ্রযাত্রা ও সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজিএ) চেয়ারম্যান শেখ সৈয়দ আলী বলেন, অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ তথা ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি সুন্দর বাসযোগ্য অঞ্চল দেখতে পায়, তার জন্য এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড পত্রিকান্তরে বেশি করে তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমরা এ অঞ্চলের মানুষ অবহেলিত ছিলাম। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে এ অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দেয়। জাতির পিতার সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে।

অপর বিশেষ অতিথি ইলাক্স-এর অধ্যক্ষ এমএ কাইয়ুম বৃহত্তর খুলনাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের অধিক লেখনীর ওপর গুরুত্ব দিয়ে বলেন, অপার সম্ভাবনাময় অঞ্চল খুলনা। আমরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ যাতে অবহেলিত না থাকি, সেদিকে দৃষ্টি দিতে হবে। সাংবাদিকদের দেশের উন্নয়নে জনগণের কথা তুলে ধরতে হবে। তিনি উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নারী নির্যাতন বন্ধ, প্রাইমারি শিক্ষায় ঝরেপড়া রোধসহ সামাজিক নানা সমস্যা পত্রিকায় তুলে ধরার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তৃতায় খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু বলেন, সমাজের জন্য কিছু করতে হলে, মানুষের জন্য কিছু করতে হলে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সাংবাদিকতা। সততা, নিষ্ঠা, সাহসিকতা ও আন্তরিকতা থাকলে এ কাজটি করা সম্ভব। তিনি ‘বাংলাদেশের খবর’-এর সাফল্য, মঙ্গল ও অগ্রগতি কামনা করেন।

সভাপতির বক্তৃতায় ‘বাংলাদেশের খবর’ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব। কিন্তু চারটি মৌলিক প্রশ্নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো আপস নয়। এগুলো হচ্ছে- বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্টের ক্ষেত্রে, জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার ক্ষেত্রে, যে লক্ষ্যে স্বাধীন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক দেশ বাস্তবায়নে এবং জাতির মহান নেতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার বাস্তবায়নে অপশক্তির সঙ্গে আপস নয়। এ চারটি বিষয় সামনে রেখে ‘বাংলাদেশের খবর’ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। তিনি বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু এখন ষড়যন্ত্রকারীরা নিজেরাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তিনি স্বাধীনতা, সাবভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ‘বাংলাদেশের খবর’ প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

সূচনা বক্তৃতায় ‘বাংলাদেশের খবর’-এর হেড অব মার্কেটিং সাজ্জাদ হোসেন চিশতি বলেন, দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান মাগুরা গ্রুপ বর্তমানে তিনটি পত্রিকা প্রকাশ করছে। এর মধ্যে ‘বাংলাদেশের খবর’ অন্যতম। আমরা সরকারের উন্নয়নে বিশ্বাস করি। আমরা উন্নয়নের কথা বলতে চাই, স্বাধীনতার কথা বলতে চাই, দেশের কথা বলতে চাই।

‘বাংলাদেশের খবর’ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এ কে হিরুর স্বাগত বক্তৃতা ও পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ‘বাংলাদেশের খবর’ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া রচিত তিনটি বই ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট অতিথিদের দেওয়া হয়। এ ছাড়া বিভাগের জেলা প্রতিনিধিদেরও ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে পত্রিকার কো-অর্ডিনেটর মিজানুর রহমান ও ঊর্ধ্বতন নির্বাহী মো. রেজাউল করিম রেজাসহ দশ জেলা ও উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশের খবর’ পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া প্রতিনিধিদের বক্তব্য শোনেন এবং পেশাগত মান উন্নয়নে নানা পরামর্শ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads