• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা ব্যারিস্টার মইনুল হোসেন

সংগৃহীত ছবি

সারা দেশ

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৮

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দীনার দায়ের করা একটি মানহানি মামলার প্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু’র স্ত্রী কামরুন্নেছা আশরাফ বাদী হয়ে দ-বিধি ৫০০ ও ৫০১ ধারায় এ মামলাটি দায়ের করেন।

কামরুন্নেছা আশরাফ জানান, ‘সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সংক্ষুব্ধ হয়ে আমি এ মামলা দায়ের করেছি।’

বাদীর আইনজীবী এ্যাডভোকেট মনোয়ার পারভেজ জানান, আদালতের বিচারক শরিফুল হক মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads