• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পার্বতীপুরে ছেলের বউকে বাঁচাতে গিয়ে শ্বাশুড়ির মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

পার্বতীপুরে ছেলের বউকে বাঁচাতে গিয়ে শ্বাশুড়ির মৃত্যু

  • সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৮

দিনাজপুরের পার্বতীপুরে ছেলের বউকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বাশুড়ি রেজিয়া বেগম (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতনবাজার তেলিপট্টি মুজিবাবাদে এ ঘটনা ঘটে।

মৃত রেজিয়া বেগম ওই মহল্লার আবদুর রহিমের স্ত্রী। এ ঘটনায় আহত ছেলের বউ শাহানাজ পারভীনকে (২২) ল্যাম্ব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ছেলের বউ শাহানাজ পারভীন বাড়ীর আঙ্গিনায় অ্যালুমিনিয়ামের তারে কাপড় শুকাতে দেওয়ার সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে শ্বাশুড়িও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ল্যাম্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এম আর সাঈদ বলেন, ছেলের বউ শাহানাজ পারভীন বাড়ির আঙ্গিনায় অ্যালুমিনিয়ামের তারে কাপড় শুকাতে দেওয়ার সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads