• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
টেকনাফে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

‘বন্দুকযুদ্ধ’

ছবি : সংগৃহীত

সারা দেশ

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৮

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারী নিহত হয়েছে। এ ঘটনারয় আহত হয়েছেন পুলিশের আরো ৪ জন। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার সাবরাং উপকূলীয় খুরের মুখে এ গোলাগুলির ঘটনার ঘটে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন- উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩৫) ও একই উপজেলার সাবরাং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩০)।

প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার ভোরে উপজেলার সাবরাং উপকূলীয় খুরের মুখে মাদক কারবারীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গেলে মাদক চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ, তিনটি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা লাশ দুটি শনাক্ত করেন।

এ ঘটনায় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আমির হোছন (২৯), কনস্টেবল আব্দু শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads