• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফরিদগঞ্জে ৪৩ সমিতির নিবন্ধন বাতিল

প্রতীকী ছবি

সারা দেশ

ফরিদগঞ্জে ৪৩ সমিতির নিবন্ধন বাতিল

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৮

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০১৭-২০১৮ অর্থ বছরের অকার্যকর ৪৩টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। উপজেলা সমবায় অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায় এসব সমিতির নিবন্ধন বাতিল করে জেলা সমবায় অফিস।      

নিবন্ধন বাতিল হওয়া সমিতিগুলো হল- সরখাল সেবা বহুমূখী সমবায় সমিতি লি., চররামপুর বন্ধন বহুমুখী সমবায় সমিতি লি., সাফুয়া দারিদ্র দূরীকরণ বহুমুখী সমবায় সমিতি লি., ফ্রেন্ডস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি., প্রাইম ল্যান্ড প্রোপার্টিজ ব্যবস্যায়ী সমবায় সমিতি লি., গোয়ালভাওর বাজার একতা বহুমুখী সমবায় সমিতি লি., মধ্য চাঁদপুর নবজাগরণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি., ফিরোজপুর জনকল্যাণ সমবায় সমিতি লি., রংধনু সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি., শোল্লা আর্দশ বহুমূখী সমবায় সমিতি লি., পূর্ব চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি., চাঁদপুর দারিদ্র বিমোচন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি., চরভাগল বহুমূখী সমবায় সমিতি লি., দেইচর বহুমূখী সমবায় সমিতি, মানিকরাজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, বিহারীপুর প্রদীপ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, সূর্যোদয় তরুণ বহুমূখী সমবায় সমিতি, ফরিদগঞ্জ বসুন্ধরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, জি.এফ.সি বহুমূখী সমবায় সমিতি, সাহার বাজার সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, সাহার বাজার প্রগতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, উত্তর কেরোয়া আদর্শ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, সাইসাঙ্গী সূচনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, সবুজ বাংলা নবজাগরন সঞ্চয় ও ঋনদান সমবায় সমবায় সমিতি, একতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, ফরিদগঞ্জ বন্ধুমহল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, তা¤্রশাসন মানব উন্নয়ন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, সাহারবাজার প্রভাতী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, বাগপুর দারিদ্র বিমোচন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, অনিবার্ন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমবায় সমিতি, সন্তোষপুর ল্যান্ড প্রোপার্টিজ ব্যবস্যায়ী সমবায় সমিতি, পল্লী সেবা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, রুপসা উত্তর ডেপেলেপমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ, পাটওয়ারী বাজার বহুমুখী সমবায় সমিতি, দেইচর কনফিডেন্স সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, প্রমিজ বহুমূখী সমবায় সমিতি, মাতৃছায়া বহুমুখী সমবায় সমিতি, সেকদি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, ছায়ানীড় বহুমুখী সমবায় সমিতি, চান্দ্রা অবসরপ্রাপ্ত চাকুরীজীবী বহুমুখী সমবায় সমিতি, চৌরাঙ্গা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, দি ইস্টার্ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি।

উপজেলা সমবায় অফিসার নুরুল আফসার জানান,‘সমিতিগুলোর কোন কার্যক্রম না থাকায়  নিবন্ধন বাতিল করা হয় এবং আরো সমিতি বাতিলের জন্য অকার্যকর তালিকা তৈরি করা হচ্ছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads