• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সংলাপের সুযোগ নেই : দীপু মনি

ডা. দীপু মনি

সংগৃহীত ছবি

সারা দেশ

সংলাপের সুযোগ নেই : দীপু মনি

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৮

সংলাপের আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, যেহেতু আজ তফ ঘোষণা করা হবে, সেহেতু সংলাপের আর কোনো সুযোগ নেই।  মতামত আদান-প্রদান করা যেতে পারে। কিন্তু সংলাপ হিসেবে কথা বলার সময় এবং সুযোগ কোনোটাই এখন নেই।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে আবারো যদি নাশকতা চেষ্টা করা হয়- তাহলে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।  আর দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের।

এ সময় জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads