• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জ ও শাহরাস্তিতে বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

মাত্র ২ মাস ১৪ দিনের মাথায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করে এ দুই উপজেলা ও পৌরসভায় ১০১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এ কমিটিগুলোর অনুমোদন প্রদান করেন। নির্বাচনের পূর্বে হঠাৎ করেই এ কমিটির অনুমোদন প্রদান করা হলো।

গত ২৮ আগস্ট-২০১৮ এ দু উপজেলার আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা যায়, লন্ডন থেকে সবুজ সংকেত পেয়ে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুলের হকের মাঝে সমঝোতা হয়েছে। সেই সমঝোতার ভিত্তিতেই এ কমিটি ভাঙ্গা হতে পারে। দীর্ঘ দিন চাঁদপুরে এ দু’নেতার মাঝে বিরোধ চলে আসছিল।

অধ্যাপক মোজাম্মেল হক মোহন চৌধুরীকে আহ্বায়ক করে হাজীগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, মোঃ আবুল বাশারকে আহ্বায়ক করে হাজীগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, দেলোয়ার হোসেন মিয়াজীকে আহ্বায়ক করে শাহরাস্তি উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং আবুল কালাম পাটোয়ারীকে আহ্বায়ক করে শাহরাস্তি পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল রবিবার রাতে বিএনপির পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads