• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চাঁদপুরে গণ প্রকৌশল দিবস ও আইডিইবি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরে গণ প্রকৌশল দিবস ২০১৮ ও আইডিইবি'র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।

ছবি : বাংলাদেশের

সারা দেশ

চাঁদপুরে গণ প্রকৌশল দিবস ও আইডিইবি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

চাঁদপুর স্থানীয় সরকারের উপ পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেছেন, উন্নত সমৃদ্ধশালী প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে প্রযুক্তিগত জ্ঞানের বিকল্প নেই। বর্তমান সরকারের মিশন এবং ভিশনই হচ্ছে কারিগরি শিক্ষাকে উন্নত করা। ১২ নভেম্বর সোমবার সদর উপজেলা মিলনায়তনে গণ প্রকৌশল দিবস ২০১৮ ও আইডিইবি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মতলব উত্তর ও হাইমচরকে নিয়ে চাঁদপুরে ইতিমধ্যেই ২ টি ইকোনিমিক্যাল জোন গঠন করা হয়েছে। সেখানে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন লোক প্রয়োজন। কারন দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সেই ইকোনোমিক্যাল জোনে দেশ-বিদেশের অনেকে বিনিয়োগ করবেন। দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো

"অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁঁদপুর জেলা সভাপতি তমাল কুমার ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. কফিল উদ্দিন আখন্দের পরিচালনায় অনুষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দিক তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি’ন কুমিল্লা অঞ্চলের সহ-সভাপতি প্রকৌশলী মো. মোখলেছুর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন, গনপূর্ত বিভাগ চাঁদপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর সরকারি পলিট্যাকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান, চাঁদপুর সরকারি ট্যাকনিকাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিরাজুল ইসলাম, আইডিইবি জেলা সাধারন সম্পাদক স্বপন কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিক্ষাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়। পরে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads