• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন পালিত

প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০ তম জন্মদিনে আনন্দ র‌্যালি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন পালিত

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি, নন্দিত কথা সাহিত্যিক, চলচিত্র নির্মাতা ও প্রযোজক হুমায়ূন আহমেদের ৭০ তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচী হাতে নিয়েছে হুমায়ুন ভক্তরা। এ উপলক্ষ্যে লেখকের নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজনে দিনটি পালন করেছে। আয়োজনের মধ্যে ছিল, লেখকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আনন্দ র‌্যালি, কেক কাটা, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা ইত্যাদি।

সকাল ১১ টায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে ৭০ তম জন্মদিনের কেক কাটেন লেখকের চাচা আলতাবুর রহমান। এ সময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের জন্মদিনে শুভেচ্ছা জানান। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জান এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলতাবুর রহমান, আশরাফুল আলমসহ হিমু ভক্তরা। এ সময় বক্তারা লেখকের বর্নাঢ্য কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এদিকে প্রিয় হিমু লেখকের জন্মদিনে নেত্রকোনা শহরের আনন্দ র‌্যালি করেছে জেলার হিমু পাঠকেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নেত্রকোনা হিমু পাঠক আড্ডার আয়োজনে শিশুছায়া সংগঠনের সহযোগীতায় সাতপাই নদীরপাড়স্থ অস্থায়ী কার্যালয় থেকে পৌর শহরে একটি বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটির উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, মহিলা পরিষদ সম্পাদক তাহেজা বেগম, প্রেসক্লাব সম্পাদক শ্যমলেন্দু পাল, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগম, কলেজ শিক্ষক নজরুল ইসলাম,  সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, ময়মনসিংহ সাহিত্য পরিষদের বদরুজ্জামান শামিম, জেলা সাহিত্য পরিষদ নেতা সাইফুল্লাহ ইমরান, স্কুল শিক্ষক নাইম সুলতানা লিবনসহ শতাধিক হিমু ভক্তরা উপস্থিত ছিলেন।

হুমায়ূন আহমেদের গানের তালে নেচে গেয়ে হিমুভক্তরা পৌর শহরের থানার মোড় তেরী বাজার, শহীদ মিনার সড়ক প্রদক্ষিন করে মোক্তারপাড়া শিল্পকলার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাতে হিমু ভক্ত অর্ধশতাধিক তরুন-তরুণীসহ জেলা শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে শিশু সারা ও অধ্যাপক যতীন সরকার কেক কাটার মধ্য দিয়ে জেলার এই কৃতি সন্তানের ৭০তম জন্মদিন পালন করা হয়। পরে সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এ ছাড়াও হুমায়ুন আহমেদ এর জন্মদিন উপলক্ষ্যে জেলার মোহনগঞ্জের লেখকের মাতুলালয়ের শেখ বাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads