• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কোটা আন্দোলনের নেতাকে মারধর করল রাবি ছাত্রলীগ

লাঞ্ছিত কোটা আন্দোলনের নেতা নাফিউল ইসলাম জীবন

সংগৃহীত ছবি

সারা দেশ

কোটা আন্দোলনের নেতাকে মারধর করল রাবি ছাত্রলীগ

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

কোটা সংস্কার, নিরাপদ সড়ক চাই আন্দোলনসহ বেশ কয়েকটি আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ডেকে এনে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগের দলীয় টেন্টে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার রক্ষা আন্দোলনের যুগ্ম আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ।

জীবন তার অভিযোগে বলেন, ‘ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিভাগের বড় ভাই ইমতিয়াজ আহমেদ আমাকে ফোন দিয়ে প্রথমে বঙ্গবন্ধু হলে ডাকেন। আমি তাকে স্যারের সাথে কথা বলে আসছি বলেছি। তার কিছুক্ষণ পর আমাকে টুকিটাকিতে ডাকেন। আমি সেখানে গেলে তিনি লাইব্রেরীর পেছনে (ছাত্রলীগের দলীয় টেন্টে) আসতে বলেন। সেখানে আসলে আমাকে চর-থাপ্পর, কিল-ঘুষি মারেন ছাত্রলীগ নেতারা’।

মারধরের কারণ জানতে চাইলে জীবন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যুক্ত আছি এবং ছাত্রদলের কিছু কার্যক্রমে অংশ নেওয়ার ছবি আছে মোবাইলে। এসব দেখে আমাকে মারতে থাকে’।

এবিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, তার ফেসবুকে কিছু সরকার বিরোধী স্ট্যাটাস পাওয়া যায়। তাকে মারধর করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এ ধরনের কোন ঘটনা জানা নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads