• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নাটোরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

মানচিত্রে নাটোর

সংগৃহীত ছবি

সারা দেশ

নাটোরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

‘আয়করে প্রবৃদ্ধি-দেশ ও দশের সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী কর আপীল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শহিদুল ইসলাম। এ উপলক্ষে আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের কানাইখালী এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-২০ এর আয়োজনে অতিরিক্ত কর কমিশনার মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির আইনজীবী বেলায়েত হোসেনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, জনগনের করের টাকা দিয়ে দেশের সমৃদ্ধি হয়। পদ্মা সেতু সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ জনগনের করের টাকা দিয়েই সম্ভব হচ্ছে। ব্যবসায়ীদের নিয়মিত কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন কাজের অংশীদার হওয়া আহবান জানান বক্তারা। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মীর আমিরুল ইসলাম জাহানের কর প্রদানের মধ্য দিয়ে ৪ দিন ব্যাপী আয়কর মেলায় কর প্রদান শুরু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads