• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘গ্রাম আদালতের মাধ্যমে হতদরিদ্ররা সহজেই সুবিচার পাচ্ছে’

চাঁদপুর শাহরাস্তি উপজেলায় গ্রাম আদালত বিষয়ে অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

‘গ্রাম আদালতের মাধ্যমে হতদরিদ্ররা সহজেই সুবিচার পাচ্ছে’

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০১৮

গ্রাম আদালতের মাধ্যমে হতদরিদ্ররা খুব সহজেই সুবিচার পাচ্ছে বলে মন্তব্য করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু।

আজ বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের জন্য গ্রাম আদালত শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো. কামরুজ্জামান মিন্টু বলেন, সাধারণ জনগণের বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণে গ্রাম আদালত প্রতিটি ইউনিয়নে কাজ করছে।  গ্রাম আদালতের মাধ্যমে হতদরিদ্র মানুষ অতি সহজেই সুবিচার পাচ্ছে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা কাজের পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষদেরকে জানাতে হবে। প্রচারের মাধ্যমেই জনগণকে এর মধ্যে  সম্পৃক্ত করতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গ্রাম আদালত প্রকল্পের সহযোগী সংস্থা ব্লাস্টের জেলা সমন্বয়কারী মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন।

কর্মশালায় সার্বিক সহযোগিতা প্রদান করেন শাহরাস্তির উপজেলা সমন্বয়কারী গৌতম কুমার সরকার এবং সুচিপাড়া-উত্তর ইউনিয়নের গ্রাম আদালত সহকারী ইকবাল হোসেন পাটোয়ারী।

কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা আবু তাহের মো. বদরুদ্দোজা, শাহরাস্তি থানার এসআই মো. মিজানুর রহমান, বিআরডিবি’র কর্মকর্তা মো. শাহদাত হোসেন সহ শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির অংশগ্রহণ করেন ।

এ ছাড়াও ব্র্যাক, আশা, সিএনআরএস, সিডব্লিউএফডি, এএফডিও, সিএসএস, দিশা, উদ্দীপন, ব্যুরো বাংলাদেশ, পিএইচডি, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, এসএসএস, আপ, প্রিজম বাংলাদেশের উপজেলা কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads