• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
পার্বতীপুরে যুব মহিলা লীগের উঠোন বৈঠক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরের পার্বতীপুরে যুব মহিলা লীগের উঠোন বৈঠক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

পার্বতীপুরে যুব মহিলা লীগের উঠোন বৈঠক

  • পার্বতীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ এর পার্বতীপুর উপজেলায় যুব মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকে তৃণমূল পর্যায়ে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, এসব সংগঠন প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নমূলক কাজ মানুষের সামনে তুলে ধরে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হবে।  এ উদ্যোগের অংশ হিসেবে আজ বৃস্পতিবার বিকেল ৫টায় উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের শ্রী শ্রী কালি মাতা মন্দির প্রাঙ্গণে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, খুব দ্রুত পার্বতীপুর উপজেলার ৯০টি ওয়ার্ডে যুব মহিলা লীগের ওর্য়াড কমিটি গঠন করতে হবে। তারা আরো বলেন, উঠোন বৈঠকে বক্তারা বলেন, প্রতিটি পাড়া মহল্লায় নৌকা মার্কায় ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। পরে রুমি খাতুনকে আহবায়ক ও মনজুরা খাতুনকে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

উঠোন বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক নাজনিন নাহার নিতু, যুগ্ম আহবায়ক রওশন আরা ও সদস্য আফিয়া ফেরদৌস প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads