• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বসেছে কার্তিক প্রতিমার হাট

কার্তিক প্রতিমার হাট

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বসেছে কার্তিক প্রতিমার হাট

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৮

আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের কার্তিক পূজা। আর এ উপলক্ষে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বসেছে কার্তিক প্রতিমার হাট। ক্রেতা ও বিক্রেতাদের পদচারনায় ও বেচা-কেনায় জমে উঠেছে কার্তিক প্রতিমার হাট।

জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াগ্রাম, চৌধূরীরহাট, ঘাঘরবাজারসহ অন্তত ১৫টি স্থানে, কাশিয়ানী উপজেলার ৭টি স্থানে, মুকসুদপুরের ৫টি স্থানে, টুঙ্গিপাড়া উপজেলায় ৩টি স্থানে ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটরা সার্বজনীন কালিবাড়ীসহ অন্তত ৭ টি স্থানে বসেছে কার্তিক প্রতিমার হাট। পূজারীদের কাছে প্রতিমা পৌঁছে দিতে গত প্রায় এক মাস ধরে প্রতিমা শিল্পীরা মূর্তি তৈরী করেছে। এখন এসব প্রতিমা নিয়ে হাটে এসেছেন তারা। এসব হাট থেকে সানাতন ধর্মাবলম্বীরা কার্তিক প্রতিমা কিনে নিয়ে যাচ্ছেন। আজ শনিবার রাতে গোপালগঞ্জসহ দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীরা এ পূজা করবেন। এ পূজার মাধ্যমে পুত্র সন্তান লাভ এবং পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করবেন।

গোপালগঞ্জ শহরের মান্দারতলা এলাকার সজীব বিশ্বাস জানান, ‘কার্তিক পূজা করার জন্য শুক্রবার এক হাজার দুই’শ টাকা দিয়ে দুইটি কার্তিকের প্রতিমা কিনেছি। আমার মা আমাদের দুই ভাইয়ের মঙ্গল কামনায় মানত করেছিলেন। তাই শনিবার আমাদের বাড়িতে কার্তিক পূজা করা অনুষ্ঠিত হবে’।

উপজেলার ডুমুরিয়া গ্রামের প্রতিমা ক্রেতা মিলন বৈরাগী বলেন, ‘আমরা সনাতন ধর্মাবলম্বীরা ঘরে ঘরে কার্তিক পূজা করি। পুত্র সন্তানের মঙ্গল কামনায় আমরা এই পূজা করে থাকি’।

গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের ক্ষিতিশ পাল বলেন, ‘আগের থেকে কার্তিক পূজার সংখ্যা কমে গেছে। যাদের ছেলে সন্তান নেই তারা ছেলে সন্তানের কামনায় এ পূজা করে থাকেন। আবার মানত করার পর যাদের ছেলে সন্তান হয় তারা মানত পরিশোধে এই পূজা করে থাকে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads