• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
উদ্বোধনের ৮ ঘন্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে নর্থবেঙ্গল চিনিকল বন্ধ

সংগৃহীত ছবি

সারা দেশ

উদ্বোধনের ৮ ঘন্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে নর্থবেঙ্গল চিনিকল বন্ধ

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

যান্ত্রিক ত্রুটির কারনে উদ্বোধনের ৮ ঘন্টা পরই যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে নর্থ বেঙ্গল চিনিকলের। উদ্বোধনের পর রাত আড়াইটার দিকে স্ট্রিম লাইনের পাইপ ফেটে যাওয়ায় নর্থ বেঙ্গল চিনিকলের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

তবে মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান জানান, মেরামত কাজ চলছে শনিবার বিকেলের মধ্যে চালু হতে পারে। এর আগে প্রায় ৬৭ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে শুক্রবার বিকেলে শুরু হয় নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলের ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম।

শুক্রবার সন্ধ্যায় চিনিকলটিতে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই মৌসুম শুরু করেন অতিথিবৃন্দ ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads