• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভারসাম্যহীন স্বামীর একাউন্টে পেনশনের টাকা না দেওয়ার অনুরোধ

সিলেট ব্যুরো

সংরক্ষিত ছবি

সারা দেশ

ভারসাম্যহীন স্বামীর একাউন্টে পেনশনের টাকা না দেওয়ার অনুরোধ

  • সিলেট ব্যুরো
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

ভারসাম্যহীন স্বামীর একাউন্টে পেনশনের টাকা না দিতে সিলেট জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বসন্তু কুমার দেব এর স্ত্রী রিমা রানী দাস।

গত রোববার (১৮ নভেম্বর) বালাগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনারকে বাসন্ত কুমার দেবের পেনশেনর টাকার চেক ট্রেজারীতে পাঠিয়ে না দেওয়ার নির্দেশ দেওয়ার জন্য এ আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, তার স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। গোয়াইনঘাট সহকারী জজ তথা পারিবারিক জজ আদালতে ১৭/১৮ নং মোকদ্দমার বিবাদী ছিলেন তিনি। গত ২৪ অক্টোবর তার স্বামী নিজে স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেন, তিনি একজন মানসিক ভারসাম্যহীন। তাই শারিরীক অসুস্থতার কারনে পেনশনের আবেদন করলে তাকে ‘ইনভেলিড’ হিসেবে তার পেনশন মঞ্জুর করা হয়। তাই যদি বালাগঞ্জ ভূমি সহকারী কমিশনার পেনশনের টাকার চেকে দস্তখত দিয়ে ট্রেজারীতে পাঠিয়ে দেন তাহলে পেনশনের টাকা তার স্বামীর হাতে চলে যাবে। তার স্বামী একজন মানসিক ভারসাম্যহীন হওয়ায় উক্ত টাকা তিনি নষ্ট করে ফেলবেন।

ইতোমধ্যে রিমা রানী দাস তার স্বামী বাসন্ত কুমার দেবের ম্যানেজার নিযুক্ত হওয়ার জন্য লাউন্সি এক্ট, ১৯১২ এর বিধান অনুযায়ী আদালতে মামলা দায়ের করছেন।

তাই স্ত্রী রিমা রানী দাস স্বামী বাসন্ত কুমার দেবের ম্যানেজার নিযুক্ত না পর্যন্ত বা আদালতে মামলা দায়ের করে তার স্বামীর সম্পত্তির মালিক নিযুক্ত হয়েছেন এই মর্মে রায় দেয়ার পূর্ব পর্যন্ত বালাগঞ্জ সহকারী ভূমি কমিশনারকে চেকে দস্তখত ট্রেজারীতে পাঠিয়ে না দেওয়ার নির্দেশ প্রদানে সিলেট জেলা প্রশাসক বরাবরে এ আবেদন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads