• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

ছবি : সংগৃহীত

সারা দেশ

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

আজ বুধবার ভোর সাড়ে চারটা থেকে বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা। বাড়িটির মালিকের নাম সরাফত হোসেন বলে জানা গেছে। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন। এবং কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

র‌্যাব কমান্ডার মাসুদ আলম আরো জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নে শরাফত হোসেনের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এরপর ভোরে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে।

এদিকে র‌্যাব-৬’র কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব ঘটনাস্থলে উপস্থিত আছেন। খুলনা থেকে বোমা নিষ্ক্রিয় দল রওনা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads