• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মনোনয়ন পাওয়ার গুঞ্জনে মিষ্টি বিতরণ

মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম ও প্রকৌ. মোহাম্মদ হোসেন

ছবি : বাংলাদেশর খবর

সারা দেশ

চাঁদপুর-৫ আসন

মনোনয়ন পাওয়ার গুঞ্জনে মিষ্টি বিতরণ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা নিয়ে চাঁদপুর-৫ আসন গঠিত। এ আসনে একাদশ সংসদ নির্বাচনে ১৩জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, বর্তমান সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি নূর জাহান বেগম মুক্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, পাওয়ারসেলের ডিজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বিগ্রেডিয়ার অব. সালাউদ্দিন, কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি মো. সফিকুল আলম ফিরোজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ড. এসএম মোস্তফা কামাল, উপজলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, কেন্দ্রীয় যুব লীগের যুগ্ম সম্পাদক নাসরিন জাহান শেফালি, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক এমপি মরহুম আ. রবের ছেলে খালেদুর রব মিঠু, আওয়ামীলীগ সমর্থক আলী আহসান মাহমুদ।

এতোসব প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম ও পাওয়ার সেলের ডিজি, পেশাজীবি সংগঠনের নেতা, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের উন্নয়নের রুপকার প্রকৌশলী মোহাম্মদ হোসেন। হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলায় এ দু’জনকে নিয়ে নেতা-কর্মীদের মাঝে রীতিমতো ঝড় উঠেছে। গ্রাম-থেকে শহরে সর্বত্রই আলোচনায় রয়েছে কে পাচ্ছেন মনোনয়ন মেজর রফিক নাকি মোহাম্মদ হোসেন।

এদিকে মনোনয়ন প্রাপ্তির গুঞ্জনে এলাকায় বিভিন্ন মসজিদে মিলাদ ও মিষ্টিও বিতরণ করা হচ্ছে। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) এলাকায় আওয়ামীলীগের মনোনয়ন এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads