• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দুবলার চর ও কলাপাড়ায় রাস উৎসবে মানুষের ঢল

দুবলার চর ও কলাপাড়ায় রাস উৎসবে মানুষের ঢল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দুবলার চর ও কলাপাড়ায় রাস উৎসবে মানুষের ঢল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ নভেম্বর ২০১৮

দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী রাস উৎসব। সুন্দরবনের দুবলার চর ও কুয়াকাটার কলাপাড়ায় এ উপলক্ষে বসেছে পুণ্যার্থীদের মিলনমেলা। নেমেছে পুণ্যার্থী ও পর্যটকদের ঢল। আজ শুক্রবার দিনের প্রথম জোয়ারে বঙ্গোপসাগরের লোনাপানিতে স্নানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

সারা বছরের পঙ্কিলতা দূর করার মানসে সনাতন ধর্মাবলম্বী নর-নারীরা ভরা পূর্ণিমার এ তিথিতে সাগরে পুণ্যস্নান করেন। প্রতি বছরের মতো এবারো পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে শুরু হয় তিন দিনের রাস উৎসব। ওইদিন ভোর থেকেই হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটক দুবলার চরে যান। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা দ্বীপ দুবলার চর আলোরকোলে আড়াইশ বছরের অধিক সময় ধরে নভেম্বর মাসের রাস পূর্ণিমায় সনাতন ধর্মের লোকেরা এই রাস উৎসব পালন করে আসছেন। ওই এলাকার মৎস্যজীবীদেরও অন্যতম প্রধান উৎসব এটি।

কুয়াকাটা সৈকত ঘেঁষা রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণেও বুধবার থেকেই হাজির হতে শুরু করেন হাজারো পুণ্যার্থী ও পর্যটক। সেখানে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা। ইতোমধ্যে মন্দিরে প্রতিস্থাপন করা হয়েছে রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা। প্রতিমা দর্শন শেষে রাতভর ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তরা গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাগরে পুণ্যস্নান শেষে কলাপাড়া পৌর শহরের মদনমোহন সেবাশ্রমে পাঁচ দিনের রাসমেলা ও ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হচ্ছেন। মদনমোহন সেবাশ্রমে ১৯২৩ সাল থেকে এই রাসমেলা চলে আসছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads