• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

চাঁদপুরের মতলব উত্তরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের সম্মেলন কক্ষে এ কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।

কমিউনিটি সভায় সভাপতিত্ব করেন সাদুল্ল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান লোকমান আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রামের সাধারন ছোট-খাটো বিরোধগুলো নিস্পত্তির জন্য এলাকার সকল জনগনকে গ্রাম আদালতমূখী করতে হবে। বিচার ব্যবস্থায় জনগনের প্রবেশাধিকার নিশ্চিতকরনে গ্রাম আদালত প্রতিটি ইউনিয়নে কাজ করছে। তাই, গ্রাম আদালতের বার্তা প্রচার-প্রচারণায় ইউনিয়ন পরিষদের সকল বোর্ড-সদস্য ও কর্মীদের বিশেষ উদ্যোগী হতে হবে। স্থানীয় পর্যায়ে বিরোধ নিস্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের কোন বিকল্প নেই। এই আদালতের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনপদে সাধারণ মানুষের জন্য বিচারপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করা যতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তি করা যায়।

সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত, স্থানীয় সরকার চাঁদপুরের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর (ডিএফ) নিকোলাস বিশ্বাস।

গ্রাম আদালত প্রকল্পের সহযোগী সংস্থা ব্লাষ্টের উপজেলা সমন্বয়কারী সগির আহমেদ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সভায় সাদুল্ল্যাপুর ইউপি’র গ্রাম আদলত সহকারী মমিনুল ইসলাম ও জহিরাবাদ ইউপি’র গ্রাম আদলত সহকারী রাকিব হোসেন আকাশ সহ সাদুল্ল্যাপুর ইউনিয়নের সকল পরিষদ-সদস্য ও কর্মীবৃন্দ সহ শতাধিক গণ্যমান্য ব্যাক্তি।

স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্য়ায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads