• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নৌকার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘণ এবং বিএনপি নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে জয়নুল আবদিন ফারুকের সংবাদ সম্মেলন

নৌকার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘণ এবং বিএনপি নেতাকর্মীদের হয়রানীর অভিযোগ

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপি দলীয় ধানের র্শীষ মার্কার প্রাথী, চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন-সেনবাগ ও সোনাইমুড়ি থানা পুলিশ তাদের দল ও জোটের নেতাকর্মীদের হয়রানি করছে, এবং মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। অন্যদিকে সরকার দলীয় তথা নৌকা মার্কার প্রার্থীদের সহযোগীতা করছে। তিনি মঙ্গলবার দুপুরে সেনবাগ পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। জয়নুল আবদিন ফারুক সাংবাদিকের নিকট অভিযোগ করে জানান, দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় প্রশাসন নানা ভাবে তাদের অসহযোগীতা করছে। প্রক্ষান্তরে সরকার দলীয় প্রার্থীরা প্রতিনিয়ত আচারণ বিধি লঙ্গন করে নানা সুযোগ সুবিধা নিচ্ছেন।

তিনি অভিরোগ করে বলেন- ২০১৬ সালের পাশ্ববর্তী পাশ্ববর্তী সোনাইমুড়িতে একটি হত্যা মামলায় পুলিশ বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৭জন নেতাকর্মীকে ও গত ৮ডিসেম্বর সরকার দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যে মারামারির ঘটনায় স্থানীয় ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার সহ ২৩ জনকে আসামী করার কথা উল্লেখ্য করেন।

এছাড়াও জোটের শরীক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে ও ২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবিষয়ে রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার ও সেনবাগ ও সোনাইমুড়ি থানায় লিখিত অভিযোগ দিলেও কোন ধরণের প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানান এবং আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি অংশগ্রহন মূলক নির্বাচনের সুযোগ সুষ্টির দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলা বিএনপি সহ-সভাপতি জাহিদুল হক সবুজ, সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌরসভা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেক্রেটারী শহিদ উল্লাহ, সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ হানিফ, সেনবাগ পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারী মোঃ ফজলুল হক, সেনবাগ পৌর বিএনপির সহ-সভাপতি রহিম উল্লাহ চৌধুরী সুজন, কাশিপুর বাজার কমিটির সভাপতি বিএনপি নেতা শহীদ উল্লাহ ও বিএনপি নেতা হুমায়ুন কবির প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads