• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ইউএনও’র কথা বলে চাঁদাবাজি, সাংবাদিক গ্রেফতার

গ্রেফতারকৃত সাংবাদিক আমিন আহমেদ আব্বাসী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইউএনও’র কথা বলে চাঁদাবাজি, সাংবাদিক গ্রেফতার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

সখীপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কথা বলে চাঁদাবাজির সময় আমিন আহমেদ আব্বাসী (৪২) নামের এক অখ্যাত পত্রিকার সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার তক্তারচালা এলাকার একটি করাতকলে বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য চাঁদা চাইলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আমিন আব্বাসী পার্শ্ববর্তী কালিহাতি উপজেলার আউলিয়াবাদ ভন্ডেশ্বরপাড়ার হাবিবুর রহমান আব্বাসীর ছেলে। সে নিজেকে সাপ্তাহিক সামাল ও দৈনিক গণতদন্ত পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কথিত ওই সাংবাদিক উপজেলার তক্তারচালা গ্রামের চান মাহমুদের করাতকলে গিয়ে নিজেকে সাংবাদিক এবং ইউএনও’র লোক পরিচয় দেয়। ইউএনও মহোদয় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্যে ৫ হাজার টাকা চাঁদা চেয়েছেন বলে করাতকল মালিককে ফোন ধরিয়ে দেয়। ফোনের ওপাশ থেকে একজন নিজেকে ইউএনও পরিচয় দিয়ে টাকা দিয়ে দিতে বলে। এসময় সন্দেহ হলে সখীপুরের ইউএনও আমিনুর রহমান ও প্রেসক্লাবের এক সাংবাদিককের কাছে ফোনে জানতে চাইলে চাঁদাবাজির বিষয়টি ধরা পড়ে। পরে স্থানীয়রা আমিন আব্বাসীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রাতে করাতকল মালিক চান মাহমুদ বাদি হয়ে আমিন আব্বাসী ও স্বীকারোক্তি অনুযায়ী ফেনের ওপাশ থেকে ইউএনও পরিচয় প্রদানকারী হেলাল উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল জাব্বার বলেন, মঙ্গলবার আমিন আব্বাসীকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানের জন্যে চাঁদা নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। ওই কথিত সাংবাদিকের মাধ্যমে চাঁদাবাজ চক্রকে ধরতে পুলিশকে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads