• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
লুটেরাদের হাতে স্বাধীনতা বিসর্জন দেয়া যাবে না : মেজর রফিকুল ইসলাম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লুটেরাদের হাতে স্বাধীনতা বিসর্জন দেয়া যাবে না : মেজর রফিকুল ইসলাম

  • গাজী মহিনউদ্দিন, হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ও পশ্চিম ইউনিয়নে এবং শুক্রবার শাহরাস্তির সূচিপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছেন চাঁদপুর-৫ নির্বাচনী (হাজীগঞ্জ-শাহরাস্তি) এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বড়কুল পূর্ব ইউনিয়ন এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বড়কুল পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, গত ১০ বছরে আমাদের এতো বেশী উন্নয়ন কাজ করতে হয়েছে, যা কল্পনাও করিনি। যেখানে গিয়েছি, সেখানেই সমস্যা দেখেছি। তাহলে অতিতের সরকারগুলো কি কাজ করেছে ? তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর, ২১ বছর ক্ষমতায় ছিলো। দেশ ও জাতীর উন্নয়ন না করে, শুধু লুটপাট করেছে। যেমনি করেছিলো মহান মুক্তিযুদ্ধের সময়। তারা আবারো ঐক্যবদ্ধ হয়েছে। তাই আপনাদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাত করে দেশে আবার অরাজকতা সৃষ্টি করতে চায়। বিএনপি এখন যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে দেশ বিরোধী কাজে লিপ্ত রয়েছে। আপনারা তাদের অরাজকতা রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে আমরা কখনো ছাড় দেবো না। লুটেরাদের হাতে স্বাধীনতা বিসর্জন দেয়া যাবে না। আজকের তরুণরাই পারবে এদেশকে রক্ষা করতে।

সরকারের ধারাবাহিকতার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতাত্তোর দেশে যত উন্নয়ন হয়েছে, তার চেয়ে অনেক বেশী উন্নয়ন গত ১০ বছরে হয়েছে। যার ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের এ উন্নয়ন ও অগ্রগতি বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর কাছে রোল মডেল। আমরা এগিয়ে যেতে চাই। কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবেনা। তার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। সেজন্য আগামি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কেন্দ্র পাহারা দিতে হবে উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, জয় আমাদের সু-নিশ্চিত। তবে আমাদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ ও জোটবদ্ধ হয়েছে। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। দলীয় নেতা-কর্মীদের নিজ নিজ কেন্দ্র পাহারা দিয়ে নির্বাচনী ফলাফল নিয়েই ঘরে ফিরতে হবে।

গণসংযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য-নিবার্হী কমিটির সাবেক সদস্য অধ্যাপক একেএম ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান, বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী, বড়কুল পশ্চিম ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী, বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও শাহরাস্তিতে পথসভায় বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদাক ও উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ উল্যাহ চৌধুরী প্রমূখ।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারবিন ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য জান্নাতুল ফেরদাউস।

দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, কোষাধ্যক্ষ রোটা. আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রকৌ. সফিকুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, যুগ্ম আহবায়ক আলী নূর নিপু, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, বড়কুল পূর্ব ইউনয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইছহাক, সধারন সম্পাদক মজিবুর রহমান, বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ার, সাধারন সম্পাদক আবু নছর সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, ছাত্রলীগ নেতা রাজু অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা ও বড়কুল পূর্ব এবং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী, সমর্থকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads