• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শিক্ষা কর্মকর্তাকে হেনস্থার প্রতিবাদে দুমকিতে শিক্ষকদের স্মারক লিপি পেশ

ছবি : সংগৃহীত

সারা দেশ

শিক্ষা কর্মকর্তাকে হেনস্থার প্রতিবাদে দুমকিতে শিক্ষকদের স্মারক লিপি পেশ

  • দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর ২০১৮

পটুয়াখালীর দুমকিতে টি-স্টলে সিগারেট খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনায় উপজেলা শিক্ষা-কর্মকর্তাকে হেনস্থার প্রতিবাদে ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ইউনও দপ্তরে স্মারকলিপি পেশ করেছে প্রাথমিক স্কুল শিক্ষকরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স অডিটরিয়ামে প্রাথমিক স্কুল শিক্ষকদের প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মারক লিপি পেশ করা হয়। প্রতিবাদ সভায় সকল শিক্ষকদের পক্ষে দেবিরচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম তার বক্তৃতায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এসময় আলগি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, জামলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহিনুর বেগম, দুমকি একে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সালেহ, বাদুয়া শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা বেগম, উত্তর শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামসহ প্রায় সবগুলো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা শহরের বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সংলগ্ন একটি চায়ের দোকানে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিলাল সরকারকে পবিপ্রবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমির হোসেন কথার কাটাকাটির এক পর্যায়ে শারীরিক ভাবে হেনস্থা করার চেষ্টা করেন। এসময় ওই টি স্টলে উপস্থিত থাকা লোকজন দু’কর্মকর্তাকে দু’দিকে ঠেলে নিয়ে পরিস্থিতি সামাল দেন। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান আহমেদ স্মারক লিপির সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাটি অনাকাংখিত ও অনভিপ্রেত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads