• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দেশজুড়ে পাঠ্যবই উৎসব

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে নতুন বই পেল শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দেশজুড়ে পাঠ্যবই উৎসব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০১৯

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’- এ প্রতিপাদ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন মঙ্গলবার হাতে বিনামূল্যে বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়েছে মাধ্যমিক, ইবতেদায়ি, ভকেশনাল ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো খবর—

লালমনিরহাট : ৫ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউল আরিফ। প্রধান শিক্ষিকা আফরোজা বেগমের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগর উপজেলার ৩৫০টি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে দেড় লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা কোম্পানীগঞ্জ বদিউল আলম স্কুলে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার। প্রধান শিক্ষক মফিজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শাহেদুল আলম, শফিকুর রহমান ছবি, নুরুল বারী কাজল, মোহাম্মদ আলী মেম্বার, মহিলা সদস্য নাছিমা বেগম, মোসলেহ উদ্দিন, ইউপি সদস্য রাম প্রসাদ দেব প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : বেলা ১২টায়  দুর্গাপুর সরকারি বালিকা স্কুল মাঠে প্রায় ২৫০ শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান। সহকারী শিক্ষক ইমরান তালুকদারের সঞ্চালনায় প্রধান শিক্ষক বিনয় ভূষণ সাহা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও তোফায়েল আহমেদ, ওসি মিজানুর রহমান, মাধ্যমিক র্কমর্কতা আরিফা আক্তার, একাডেমিক সুপারভাইজার নাছির উদ্দিন প্রমুখ। এ বছর প্রাথমিক ১২৬, আনন্দ ৬১ ও অন্যান্য ৫০ বিদ্যালয়ের ৩০ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এ ছাড়া ২২টি মাদরাসায় ৪ হাজার ৯৩০ শিক্ষার্থীর মাঝে ৫৩,৬১৭ টি নতুন বই দেওয়া হয়েছে।

বামনা (বরগুনা) : বামনায় কোনো কোনো বিদ্যালয়ে ফুলের মোড়কে বই সাজিয়ে ছোট সোনামণিদের দেওয়া হয়। নতুন বই পেয়ে মহা খুশি শিক্ষার্থীরা। এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ও ইউএনও শিউলী হরি। উপজেলার ৬২টি প্রাথমিকে মোট ৫৫ হাজার, ১৩টি মাধ্যমিকে ৭১,০৫০, ২৩টি দাখিল ৩৯,২৬৫, ইবতেদায়ি মাদরাসায় ১১,৭০০টি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে ৬,৪৫০টি বই বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বছরের প্রথম দিনেই সোনামণিরা বিনামূল্যে নতুন বই পেয়েছে।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : মোরেলগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭৩ হাজার ছাত্রছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু ও ইউএনও কামরুজ্জামান আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেন। এ সময় ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, আজমীন নাহার, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, আবদুল হান্নান, শিক্ষক ফেরোজা বেগম, মমতাজ বেগম, আবদুল মালেক ও অধ্যক্ষ ড. রুহুল আমীন উপস্থিত ছিলেন।

বেড়া (পাবনা) : বেড়ায় উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নুতন বই তুলে দিলেন নবনির্বাচিত এমপি আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু। মাদরাসাসহ ৩৬টি মাধ্যমিকে ৩ লাখ ৪৮ হাজার ৭শ, ১১২টি স্কুল ও ৬৬টি কিন্ডারগার্টেনের ২ লাখ ১৮ হাজার ১০০টি নুতন বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে  দেওয়া হয়।

নাটোর : সকাল সাড়ে ১০টার  দিকে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন নবনির্বাচিত এমপি শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়ার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ। এবার জেলার সরকারি ২ লাখ ৫ হাজার ৮৩২ ও এনজিও পরিচালিত স্কুলে শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ, ১ লাখ ৫০ হাজার ৪৭০ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ২১ লাখ ৮২ হাজার ২১৫ ও ৫৩ হাজার ৪৬৫ মাদরাসা শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৫৬ হাজার ১৭০ বই বিতরণ করা হয়।

লৌহজং (মুন্সীগঞ্জ) : সকালে বছরের প্রথম দিন মাধ্যমিক, প্রাথমিক ও সমমানের ২ লাখ ৭৪ হাজার ৯৫০ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। হলদিয়া স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের  উদ্বোধন করেন ইউএনও কাবিরুল ইসলাম। প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন বেপারি, সহকারী কমিশনার সৈয়দ মুরাদ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কাদের মিয়া। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

যশোর : সকাল ৮টায় জেলা প্রশাসক আবদুল আওয়াল জিলা স্কুলে বেলুন উড়িয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবদুল খালেক। পরে তিনি সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪৪ লাখ ৫০ হাজার ১৯২ বই বিতরণ করা হয়।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : পৌরসভাসহ ১৩ ইউনিয়নের ১৭৮ প্রাথমিক ও ৫৬ মাধ্যমিক বিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। উদ্বোধন করেন মেয়র মিজানুর রহমান। এ ছাড়া পাঁচরা স্কুলে বই বিতরণ করেন কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মধু, প্রধান শিক্ষক হালিমা বেগম, পরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন, নার্গিস বেগম, নকুল সাহা প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : অন্তত ৬৫ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেয়র নায়ার কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, ইউএনও জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। এ বছর ৬৫ লাখ শিক্ষার্থীর মাঝে ২৪৬০টি প্রাথমিকে ২৫ লাখ ৫২ হাজার ৯২০ ও মাধ্যমিক শিক্ষার্থীদের ৩৯ লাখ ৫৬ হাজার ৯৬১ বই বিতরণ করা হয়।

ভোলা : সকালে ভোলা সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ি, কারিগরি ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ লাখ ছাত্র-ছাত্রীর মাঝে ৫৩ লাখ ১ হাজার ৫৬৩টি বই বিতরণ করা হয়েছে। প্রধান শিক্ষক শংকর চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : সকাল ১০টায় খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন ইউএনও সাবিহা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মেয়র আবদুর রশিদ খান ঝালু, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষা অফিসার আমিরুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খান।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় প্রাথমিক ৩৪ হাজার ৫৯ সেট বই বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় তারাগন স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ শামসুজ্জামান। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকতা লুৎফর রহমান, ফোরকান আহমেদ খলিফা, সৈয়দ সেলিম শাহ, প্রধান শিক্ষক মৌসুমী আক্তার প্রমুখ।

আক্কেলপুর (জয়পুরহাট) : আক্কেলপুরে ২১টি স্কুল ও ১২টি মাদরাসাসহ প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১০টায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছয় শতাধিক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন ইউএনও সালাহউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সহকারী শিক্ষক আবদুর রহিম স্বাধীন, প্রধান শিক্ষক আবদুল মোমিন প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অধ্যক্ষ দাউদ হোসেন, অধ্যক্ষ মনোয়ারা খাতুন প্রমুখ। সকাল থেকেই নতুন বই এর গন্ধে ভরে উঠে স্কুলের মাঠ।

পার্বতীপুর (দিনাজপুর) : দুপুর ১টায় বই বিতরনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক। আলহাজ্ব মজিদুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মোশারফ হোসেন সমাজ ও প্রধান শিক্ষক সৈয়দা নুজহাত জেরিন প্রমূখ।

নড়াইল : সকাল ১০টায় শহরের সরকারি স্কুল চত্বরে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। জেলার মাদ্রাসা, ভকেশনালসহ মাধ্যমিক পর্যায়ে ১১ লাখ ৪৬ হাজার  ২ শত ১০ ও এবতেদায়ী মাদ্রাসাসহ প্রাথমিকে ৬ লাখ বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক  শিক্ষা অফিসার শাহ্ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আজিজুর রহমান ভূঁইয়া, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।

বগুড়া প্রতিনিধি : জিলা স্কুলের আমিনুল ইসলাম দুলাল অডিটোরিয়ামে ও শহরের খান্দারে ঠনঠনিয়া স্কুলে প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহম্মাদ বই বিতরণের উদ্ভোধণ করেন। জেলার ২ হাজার ৭ শত ৭৩ টি স্কুলে বই বিতরণ করা হয় ১৯ লাখ ৯৩ হাজার ৫ শ’ ৭২ টি। মাধ্যমিক পর্যায়ে সব মিলিয়ে ৫২ লাখ ৮১ হাজার ৬’শ ৬৩ টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৫২ লাখ ৭৭ হাজার ২শ’ ৮৩টি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম প্রমুখ।

গৌরনদী (বরিশাল) : সকাল সাড়ে ১০ টায় মডেল স্কুল মাঠে কাউন্সিলর রেজাউল করিম টিটুর সভাপতিত্বে বই বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইউএনও খালেদা নাছরিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার ফয়সল জামিল, গিয়াস উদ্দিন মিয়া, সহকারী শিক্ষা অফিসার বদিউজ্জামান প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ) : পৌর শহরে অবস্থিত ফুলপুর বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন, ইউএনও জেবুন নাহার শাম্মী। এরপর তিনি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ করেন। এসময় তিনি বলেন, নতুন বইয়ের গন্ধ আমার প্রিয়। ছোটবেলায় সবসময় নতুন বইয়ের অপেক্ষা করতাম। উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তৃপ্তি কণা ম্লল, মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা, সাইফুল মালেক প্রমুখ।

সাঘাটা (গাইবান্ধা) : সাঘাটায় শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। এ উপলক্ষে বোনারপাড়া স্কুল মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও উজ্জ্বল কুমার ঘোষ। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, ফজলে রাব্বী মিয়া এমপি। বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ) : সকাল ১১ টায় মধইল স্কুল মাঠে প্রধান অতিথি ইউএনও শরিফুল ইসলাম ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেড আলী মৃধা, প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ওসি পরিমল কুমার চক্রবর্তী প্রমুখ।

খুলনা ব্যুরো : জিলা স্কুল মাঠে বিভাগীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত হয়। এবছর মাধ্যমিক পর্যায়ে ১৯ লাখ ১১ হাজার শিক্ষার্থীর মধ্যে মোট দুই কোটি ৪২ লাখ ৬২ হাজার ও জেলায় দুই লাখ ৫৮ হাজার ২৬৩ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৩ লাখ ৭৯ হাজার বই বিতরণ করা হয়। এ উৎসবের উদ্বোধন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ।

নওগাঁ : জেলায় প্রাথমিক পর্যায়ে ১৩ লাখ ৭৬ হাজার ১৯৪টি। এরমধ্যে আদিবাসীদের ৫টি ভাষার বই রয়েছে। মাধ্যমিকে ৩৪ লাখ ৩৩ হাজার ৯২১টি বই বিতরনের লক্ষ্যমাত্রা নিয়ে এ উৎসব শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসক মিজানুর রহমান চকএনায়েত, কেডি, জিলা স্কুল ও সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোবারুল ইসলাম ও শিক্ষা অফিসার আমিনুল হক মন্ডল।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : সকালে হিরামিয়া গার্লস হাইস্কুলে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর  সভাপতিত্বে ও কামরুল হাসানের  পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সাইফুল জাহান চৌধুরী, প্রধান শিক্ষক এটি এম বশিরুল ইসলাম প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস। বক্তব্য দেন,  উপজেলা চেয়ারম্যান শাহ ফখরুল ইসলাম ফিরোজ, ইউএনও জাকির হোসেন, ডা. ফারুক হোসেন প্রমুখ।  

মেহেরপুর : সকালে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন। প্রধান শিক্ষক মাসুদা আখতারের সভাপতিত্বে অতিথি ছিলেন শিক্ষা অফিসার শাহীন আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকি প্রমূখ। তিন উপজেলায় মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী ও ভকেশানল ৯ লাখ ৪৮ হাজার ৭১৯টি ও প্রাথমিকে ৮০ হাজার ৯৮৩ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৮৫ হাজার ৭৮২টি বই বিতরণ করা হয়।

সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইর সরকারি স্কুল মাঠে বেলা ১১টার দিকে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউএনও রাহেলা রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, সহকারি শিক্ষা অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : সকালে পাইলট মডেল ইনস্টিটিউশন মাঠে বই উৎসবের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাজাহান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সোহানা নাসরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা  ভাইস চেয়ারম্যান লিতা কু্দ্দুস, মেয়র শামিম নেওয়াজ মুন্সি, উপজেলা শিক্ষা কর্মকর্তা  ননি গোপাল প্রমুখ।

চাঁদপুর : শহরের হাছান আলী স্কুল মাঠে ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। প্রধান শিক্ষক ইসমত আরা সাথী বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাইনুল হোসেন, শিক্ষা কর্মকর্তা সাহবুদ্দীন প্রমূখ।

সেনবাগ (নোয়াখালী) : সরকারি স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন, ইউএনও শতরুপা তালুকদার। উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার জসিম উদ্দিন ও আবু নাছের ভিপি দুলাল।

আমতলী (বরগুনা) : সকাল ১০টায় বই বিতনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও সরোয়ার হোসেন। এ উপলক্ষে একে সরকারী, বন্দর মডেল ও খেকুয়ানী স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে  সভাপতিত্ব করেন মেয়র মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন, ওসি আলাউদ্দিন মিলন, শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান।

পাঁচবিবি (জয়পুরহাট) : সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে বই বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু। ইউএনও রাজিবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, আবু বকর সিদ্দিক মন্ডল প্রমুখ।

শেরপুর (বগুড়া) : বেলা সাড়ে ১০টায় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করেন ইউএনও লিয়াকত আলী সেখ। বই বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ওসি হুয়ামুন কবীর, শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমূখ।

নাগরপুর (টাঙ্গাইল) : যদুনাথ, নয়ানখান, শহীদ শামছুল হক স্কুল ও মাদ্রাসায় পৃথক ভাবে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : শহরের দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ উৎসবের উদ্বোধন করেন শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ ফারুক। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন, প্রধান শিক্ষক বোরহান উদ্দিন প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) : পাইলট হাইস্কুল মাঠে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, আলহাজ্ব রেজাউল হক চৌধুরী এমপি ও নবনির্বাচিত এমপি অ্যাড. সরওয়ার জাহান বাদশা। ইউএনও শারমিন আক্তারের সভাতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন প্রমুখ।

মুন্সীগঞ্জ : মালপাড়ায় কালেক্টর কিশলয় কিন্টার গার্ডেন স্কুলে জেলা প্রশাসক সায়লা ফারজান প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) আসমা শাহিন, সহকারি কমিশনার ভুমি মুনতাসির, কাউন্সিলর নারগিস আক্তার প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন, ইউএনও জুলিয়া সুকায়না। উপস্থিত ছিলেন, শিক্ষক পঞ্চানন সরকার, আব্দুল ওহাব বাবলু প্রমুখ।

গোয়ালন্দ (রাজবাড়ী) : দৌলতদিয়া মডেল হাইস্কুলে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ইউএনও রুবায়েত হায়াত শিপলু। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নুরুল ইলসাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর স্কুলে ইউএনও মলিকা দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণের উদ্বোধন করেন। কাজল রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান প্রমুখ। ফুলকলি কিন্ডার গার্টেনে মেয়র হিরেন্দ্র লাল সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অধ্যক্ষ সাইফুল হক মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর অজিত কুমার রায়, আবুল বাশার, আব্দুল হেকিম প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ) : সকালে ভালুকা পাইলট স্কুল মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। ইউএনও মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্ট প্রমুখ।

পিরোজপুর : কাউকালী ও মঠবাড়িয়ায় ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বই উৎসব। সকালে নতুন বছরের প্রথম দিনেই মঠবাড়িয়ার ২০৫টি প্রাথমিক, ৪৭টি মাধ্যমিক ও ৪৮টি মাদরাসার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও জিএম সরফরাজ, আওয়ামী লীগ নেতা আজিজুল হক সেলিম মাতুব্বর, সহসভাপতি ইফসুব মাহাম্মুদ ফরাজী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক তাজ উদ্দিন আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান শেখ, জেলা পরিষদ মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads