• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারের পাশে ইউএনও বৈশাখী বড়ূয়া

চাঁদপুরের হাজীগঞ্জে একাদশ সংসদ নির্বাচনে সহিংসতায় ঘর হারানো সংখ্যালঘু পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ূয়া

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নির্বাচন পরবর্তী সহিংসতা

ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারের পাশে ইউএনও বৈশাখী বড়ূয়া

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০১৯

চাঁদপুরের হাজীগঞ্জে একটি সংখ্যালঘু পরিবারের বাড়ী-ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাত ১টার সময় দূর্বৃত্তরা পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়।

উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ভাসান চন্দ্র শীল জানান, একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে কাজ করায় ও নৌকা মার্কায় ভোট দেয়ায় বিরোধী পক্ষ আমার বাড়ী ঘর পুড়িয়ে দিয়েছে। তিনি জানান, আগুনের লেলিহান শিখায় আমাদের ঘুম ভাঙ্গে। কোন রকম ঘর থেকে বাহির হয়ে আসতে পেরিছি। ঘরের কোন মালা-মালই রক্ষা করতে পারেনি।

বৃহস্পতিবার দুপরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়–য়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনা খাবার ও কম্বল প্রদান করেন। এ সময় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রফিক মিলিটারী) উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads