• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

কুমিল্লায় শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

সংগৃহীত ছবি

সারা দেশ

কুমিল্লায় শিশুসহ ১৬ রোহিঙ্গা আটক

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০১৯

কুমিল্লায় শিশুসহ ১৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। পরে আটকদের গতকাল শুক্রবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশ।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া বাজারে গত বৃহস্পতিবার যানবাহনের জন্য শিশুসহ একদল রোহিঙ্গা নাগরিক অপেক্ষা করছেন- এমন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এসআই বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশ শিশুসহ ১৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।

আটকরা হলো মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নোয়াপাড়া গ্রামের মৃত সুলতান আহাম্মদের স্ত্রী হামিদা বেগম (৬০), মৃত বারু মিয়ার ছেলে ছাব্বির আহাম্মদ (৩০), ছাব্বির আহাম্মদের স্ত্রী হাছিনা বেগম (৩০), ছাব্বির আহাম্মদের ৪ ছেলে মো. জাবেদ (১২), মো. ছাবের (১০), মো. আবদুল মজিদ (৬), মো. ছাদেক (২), আবদুল সালামের ছেলে হামিদ নুর (২৫), হামিদ নুরের স্ত্রী নুর ফাতেমা বেগম (২৩), হামিদ নুরের দুই ছেলে ওমর ফারুক (৩), খৈয়ম নুর (১), মো. রফিকের স্ত্রী নুর হাবা (২৮), ছেলে আবদুর রহিম (১০), মেয়ে শাহিদা আক্তার (৫) ও মৃত আবদুল খালেকের ছেলে মো. ইসমাইল (৬)।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, আটকদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি কুমিল্লায় নারী ও শিশুসহ ৩১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ দিন দুপুরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সড়কের মোড় থেকে পুলিশ তাদের আটক করা হয়।

আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে সাতজন পুরুষ, আটজন মহিলাসহ মোট ৩১ জন ছিল। তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানান কুমিল্লা কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads