• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, স্বর্ণালংকার উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, স্বর্ণালংকার উদ্ধার

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০১৯

চাঁদপুরের কচুয়ার বক্সগঞ্জ গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৪ জন ডাকাত দলের সদস্য ও ২ জন জুয়েলারী ব্যবসায়ী।

গত সোমবার মধ্য রাতে ডাকাতির সংঘটিত হওয়ার পর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাশ্ববর্তী গ্রামের খোকন নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যে, অন্য ৩ ডাকাত সদস্য ও জুয়েলারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ ভরি সোনা, ১১ভরি রূপা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার কচুয়া থানার ওসি আতাউর রহমান ভূঁইয়া প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

জানা গেছে, উপজেলার বক্সগঞ্জ গ্রামের মোসলেম মিয়ার ঘরে গত সোমবার মধ্যরাতে ১৫/২০ জনের অজ্ঞাত মুখোশধারী ডাকাতদল ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গৃহের লোকজনদের হাত পা বেধেঁ নগদ ২০ হাজার টাকা, ২৫ ভরি সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়।

এ ঘটনায় মোসলেম মিয়ার পুত্রবধু প্রবাসী জসিম উদ্দীনের স্ত্রী তাহমিনা বেগম বাদী হয়ে কচুয়া থানা একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ও গ্রেফতার ডাকাত সদস্য খোকন মিয়ার তথ্য অনুসারে একই এলাকার জমির হোসেন,মতলব দক্ষিণ উপজেলার খারৈয়া গ্রামের আলমাছ ও কাশিমপুর গ্রামের শামছুল হককে আটক করে। চাঁদপুর সদরের মহামায়া বাজারের জুয়েলারী ব্যবসায়ী উজ্জ্বল ও তার স্ত্রী নুপুর রায়ের কাছ থেকে ডাকাতি হওয়ায় স্বর্ণের মধ্যে ৬ ভরি সোনা ও ১১ ভরি রূপা উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের গতকাল শনিবার চাঁদপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads