• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে পারেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মামুন

সংগৃহীত ছবি

সারা দেশ

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে পারেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মামুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরা জেলার শালিখা  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মো. মামুন অর রশীদ। সাবেক এই ছাত্রনেতা ডিজিটাল উপজেলা রূপান্তরের পরিকল্পনা নিয়ে কাজ  করছেন। এ লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে সহায়তাও করেছেন। এ কারণে এলাকার তরুণদের মধ্যে আশা জাগিয়েছেন।

মামুন অর রশীদের বাড়ি বুনাগাতী গ্রামে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বিশ্বাস।

মামুন আইটি কনসালটেন্সি ও ঠিকাদারি প্রতিষ্ঠান ফাস্ট টেকনোলজিস্ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও বেসরকারি আইটি প্রতিষ্ঠানের সাবেক উপমহাব্যবস্থাপক। এছাড়া বাংলাদেশে কম্পিউটার সমিতির সঙ্গে জড়িত রয়েছন।

সেবামূলক কাজ হিসেবে বুনাগাতী বিশ্বাস পাড়া জামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন মামুন।  বর্তমানে অসহায় মানুষের সাহায্যার্থে ম্যাব ফাউন্ডেশন প্রতিষ্ঠার  কাজ করে যাচ্ছেন। তিনি তরুণদের দক্ষ জনবল গড়ে তুলতে নিজ উদ্যোগে বুনাগাতীতে আইটি প্রশিক্ষণ স্কুল স্থাপনের কাজ শুরু করেছেন।

আওয়ামী লীগের মনোনয়নের ব্যাপারে এই মামুন বলেন, সব সময় অসহায় মানুষের পাশে থেকেছি। আগামীতেও থাকতে চাই। পাশাপাশি সুযোগ পেলে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল কাজে লাগিয়ে ডিজিটাল উপজেলা উপহার দিতে চাই।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুই মাস বিরতি দিয়ে উপজেলা পরিষদ নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এবার ভোট হবে পাঁচ ধাপে।  আগামী ফ্রেবুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এবার বিভাগওয়ারি ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সেক্ষেত্রে আট বিভাগের ভোট হবে চার দিনে; অর্থাৎ এক দিনে দুটি বিভাগে ভোট হবে। বাকি যেগুলো থাকবে, সেগুলোতে ভোট হবে পঞ্চম ধাপে।

বাংলাদেশে বর্তমানে ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে। ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে ছয় ধাপে ভোট করেছিল তৎকালীন নির্বাচন কমিশন।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads