• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নিম্মমান সহকারী নিয়োগকে কেন্দ্র করে সেনবাগে অধ্যক্ষের মাথা ফাটালেন বঞ্চিতরা

কানকিরহাট ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মুফতী গোলাম আজম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নিম্মমান সহকারী নিয়োগকে কেন্দ্র করে সেনবাগে অধ্যক্ষের মাথা ফাটালেন বঞ্চিতরা

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৯

নোয়াখালীর সেনবাগের নিম্মমান অফিস সহকারী নিয়োগ না দেওয়ায় হেলমেট দিয়ে পিটিয়ে কানকিরহাট ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মুফতী গোলাম আজমের মাথা ফাটালেন নিয়োগ বঞ্চিত প্রার্থীর স্বজনেরা। এ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সেনবাগ উপজেলার কানকিরহাট ফাজিল মাদরাসায়। পরে স্থানীয়রা আহত অধ্যক্ষ মুফতী গোলাম আজমকে উদ্ধর করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীর একটি হাসপাতালে ভর্তি করান।

অধ্যক্ষ গোলাম জানায় গণমাধ্যম কমীদের জনান, তার প্রতিষ্ঠানের নিম্মমান সহকারী হিসাবে মাস্টার রোলে বিবি মরিয়ম কর্মরত ছিল। পদটি সরকারিভাবে নিয়োগ না হওয়ায় সে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুস্থিত ছিল। কিন্ত হঠাৎ আজ দুপুরে মরিয়মের স্বজনেরা এসে তাকে স্থায়ীভাবে নিযোগ দেওয়ার দাবি করে।  এসময় অধ্যক্ষ তাদের জানান, মাদ্রাসাটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য। নিয়োগের বিষয়টি সম্পূর্ণ সভাপতি ও ম্যানেজিং কমিটির এখতিয়ার। একথা বলার সঙ্গে সঙ্গে মরিয়মের এক স্বজনের হাতে থাকা হেলমেট দিয়ে পিটিয়ে তার মাথায় আঘাত করে।

এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান,এ ধরনের কোনো ঘটনা কেউ থানায় অবহিত করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads