• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
নেত্রকোনায় হবে মৎস্য গবেষণা কেন্দ্র : প্রতিমন্ত্রী খসরু

নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের গণসংবর্ধনায় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

নেত্রকোনায় হবে মৎস্য গবেষণা কেন্দ্র : প্রতিমন্ত্রী খসরু

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জানুয়ারি ২০১৯

হাওরাঞ্চল নেত্রকোনায় মৎস্য গবেষণা কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

আজ বুধবার বিকেলে তিনি তার নির্বাচনী এলাকা নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের গণসংবর্ধনায় যোগ দিতে এসে স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, সারাদেশের জন্য সাড়ে ৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প আসছে।  এ প্রকল্পের অধীনে হাওরাঞ্চল নেত্রকোনায় মাছের একটি গবেষণাগার করা হবে।  হাওরের দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এসব মাছ রক্ষায় এখনই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নুর খান মিঠু, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অনেকেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads