• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিএনপি’র শুভ বুদ্ধির উদয় হবে : আখাউড়ায় আইনমন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিএনপি’র শুভ বুদ্ধির উদয় হবে : আখাউড়ায় আইনমন্ত্রী

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০১৯

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘বিএনপি’র এখনো সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবে না তা মনে করি না। আমার মনে হয় বিএনপি’র শুভ বুদ্ধির উদয় হবে। এখনো যে সময় আছে সেই সময়ের মধ্যেই বিএনপি সংসদে যাবে। যদি না যায় তাহলে জনগনই দেখবে তাদের কি পরিণতি হয়। আমার এ বিষয়ে বলার কিছু নাই।’

আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কসবায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। সেখান থেকে সড়ক পথে তিনি কসবায় যান। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা মন্ত্রীর হাতে কাগজের নৌকা তুলে দেন। পাশাপাশি নৌকা থেকে ফুল ছিটিয়ে বরণ করেন।

এ সময় মন্ত্রী জানান, যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। এখন এটা চুড়ান্ত করার পালা। সংসদ নির্বাচন নিয়ে টিআইবি’র রিপোর্ট নিয়ে মন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত ওই রিপোর্ট হাতে না পাবো ততক্ষণ কিছু বলবো না।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া, আবুল কাসেম ভূঁইয়া, মো. সেলিম ভূঁইয়া, যুবলীগ নেতা আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ নেতা শাহবুদ্দিন বেগ শাপলু, শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

মন্ত্রী বিকেলে কসবায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads