• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
লক্ষ্মীপুরে পুলিশের উদ্যোগে দোকানঘর পেল প্রতিবন্ধী বাদশা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লক্ষ্মীপুরে পুলিশের উদ্যোগে দোকানঘর পেল প্রতিবন্ধী বাদশা

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০১৯

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাগর বাদশা (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির উদ্দিন। ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে প্রতিবন্ধী সাগর বাদশাকে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে মালামালসহ একটি দোকানঘর নির্মাণ করে দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামে শারীরিক প্রতিবন্ধী সাগর বাদশার জন্য নবনির্মিত দোকানঘরটি ফিতা কেটে উদ্বোধন করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া।

এর আগে আলোচনা সভায় এসআই জহির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল প্রমুখ।

বক্তারা বলেন, এস আই জহির অসহায় ও প্রতিবন্ধী সাগর বাদশার পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আত্মমানবতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, সাগর বাদশা একজন শারীরিক প্রতিবন্ধী। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়ুয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। ছোটবেলা থেকে নানার বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামে বসবাস করছেন তিনি। তার পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি করে পুনর্বাসন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাগর বাদশা ও তার পরিবার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads