• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে আশ্রয়ন বাসীর মাঝে কম্বল বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোয়ালন্দে আশ্রয়ন বাসীর মাঝে কম্বল বিতরণ

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০১৯

৮০ বছরের বৃদ্ধ উম্বার আলী। তীব্র শীতে জড়োসড়ো হয়ে আছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শরীরের সকল উত্তাপ যেন হারিয়ে গেছে। কনকনে শীতে শরীরটা থেমে থেমে কেঁপে উঠছিল। সন্ধ্যার পর তার হাতে একটি কম্বল তুলে দিলেন রাজাবড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। একটু উষ্ণতার প্রত্যাশায় খুশির ঝিলিক দেখা গেলো তার চোখে-মুখে।

তার মত ৩ শতাধিক দুঃস্থ অসহায় মানুষের বসববাস রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের সরকারী আশ্রয়ন প্রকল্পে। এ সকল মানুষকে একটু উষ্ণতার ছোঁয়া দিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর কম্বল নিয়ে হাজির হন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। এসময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আলমগীর হোসেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা সমবায় অফিসার বিএম নাজমুল হুদা প্রমুখ।

জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, ‘আমি যতবার এই দেবগ্রামে এসেছি, অন্য কোন ইউনিয়নে ততবার যাওয়া হয়নি। কারণ একটাই। এখানে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা অনেক। জেলায় যদিও চাহিদার তুলনায় কম্বলের সংখ্যা কম তারপরও আজ এখানে ৩শ কম্বল দেয়া হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads