• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মোহনগঞ্জে সাপমারা খাল পুনঃখনন উদ্ভোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মোহনগঞ্জে সাপমারা খাল পুনঃখনন উদ্ভোধন

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০১৯

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিনে প্রায় সাড়ে তিন কোটি টাকা বরাদ্দে মোহনগঞ্জের সাপমারা খালের পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে মোহনগঞ্জ পৌর শহরের টেঙ্গাপাড়া স্লুইস গেইট এলাকায় ওই কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাজ্জাদুল হাসান।

১০ কিলোমিটারের এ খাল উদ্বোধন উপলক্ষে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হয়েছে খাল উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মো. সাজ্জাদুল হাসান।

অনুষ্ঠানে মোহনগঞ্জের ইউএনও মো. মেহদী মাহামুদ আকন্দের সভাপতিত্বে ও নেত্রকোনা পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তৃতা করেন পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত) এসএম আসরাফুল আলম, পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম শফিকুল হক, পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. শহীদ ইকবাল প্রমূখ।

প্রসঙ্গত, ওই খালটি মোহনগঞ্জ পৌর শহরের টেঙ্গাপাড়া থেকে উপজেলার মাঘান ইউনিয়নের ডিঙ্গাপুতা হাওর পর্যন্ত প্রবাহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads