• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সোনারগাঁয়ে জামাইকে কুপিয়েছে শ্বশুর বাড়ির লোকজন

প্রতীকী ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে জামাইকে কুপিয়েছে শ্বশুর বাড়ির লোকজন

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চোত্রাপাশা গ্রামে মেয়ের জামাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইলিয়াস মিয়ার সঙ্গে পাশ্ববর্তী পিঙ্গিলা চোত্রাপাশা গ্রামের চাঁন মিয়ার মেয়ে সালমা আক্তারের ১০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা ও পুত্র সন্তান রয়েছে। ইলিয়ার মিয়ার স্ত্রী কয়েক বছর ধরে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ শুরু হয়। এ ঘটনায় স্থানী মাতাব্বররা কয়েক দফা বিচার করার পরও সালমা তার পরকীয়া প্রেম চালিয়ে যায়। এতে ইলিয়াস আলী ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী সালমা আক্তারের সঙ্গে গালমন্দ ও খারাপ আচরন করেন। এর জের ধরে সালমার ভাই আলমাছ মিয়ার নেতৃত্বে জায়েদ আলী, আলতু মিয়া, ইয়ামিন হোসেন সহ ৫/৭ জনের একদল বাহিনী গত শনিবার রাতে ইলিয়াছ মিয়ার উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায়। পরে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads