• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ওয়াহিদ সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ওয়াহিদ সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়াহিদ সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস-ব্যাগ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার যশপুর সুফিয়া খাতুন মহিলা আলিম মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডির সাবেক প্রধান প্রকৌশলী আলহাজ্ব মোঃ ওয়াহিদুর রহমান।

মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল কাইউমের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী শহীদুর রহমান, প্রকৌশলী ওয়াহিদুর রহমানের সহধর্মিনী মিসেস সুফিয়া খাতুন, শুভপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এএসএম শাহীন মজুমদার, মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল।

এছাড়া যশপুর সুফিয়া খাতুন মাদরাসার ২০১৯ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার আরবী প্রভাষক মুফতি মোঃ ফরহাত উল্যাহর পরিচালনায় দোয়া ও মোনাজাত করেন প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা মুফতি আবদুর রব। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সোহাগ মাহমুদসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads